সমাজের আলো: করোনার মধ্যেই ১১ অক্টোবর থেকে তিন দলের ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। কিন্তু ওই সিরিজে নির্বাচকমন্ডলির ভাবনায় নেই সাবেক ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। আপাতত বিসিবি’র রাডারে থাকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজ আয়োজিত হবে। জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে তিনটি দল খেলবে। সোমবার ওই তিন দলের খেলোয়াড় তালিকাও ঘোষণা করা হবে বলে জানা গেছে। এবিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল অবেদিন নান্নু বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা যে গত দু’দিন (২ ও ৩ অক্টোবর) প্রথম ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে, তারপরের ম্যাচটি হবে আগামী ৫ ও ৬ অক্টোবর। এরপর কয়েকদিন বিরতি দিয়ে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলকে নিয়ে একটি ওয়ানডে আসর। তিন দলের সবাই একেক দলের বিপক্ষে দুই বার করে খেলবে। সে কারণেই ডাবল লেগের আসরের রবিন লিগ ১১ অক্টোবর শুরু হয়ে ১৩, ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর পর্যন্ত চলবে। আর ২৩ অক্টোবর ফাইনাল

