সমাজের আলো: বিশ্বাস করুন আর নাই বা করুন, অ’বিশ্বাস্য হলেও ঘ’টনা সত্য। আমাদের চারপাশে এমন কিছু ঘ’টনা ঘ’টে যা শুনলে হয়তো আপনার একটু খ’টকা লাগবে বৈকি কিন্তু এ বা’স্তব কাহিনী যেন কোনো সিনেমাকেও হার মা’নাবে। তিন বোনকে একে একে নিজের স্ত্রী বানিয়েছেন সোহরাব নামের এক বি’কৃতমনা যুবক।অনন্ত জলিলের প্রতিষ্ঠানে শ্রমিকদের বি’ক্ষোভ, অ’ভিযোগ সাভারে পোশাক কা’রখানা ব’ন্ধে প্রশাসনকে চিঠি ধা’মরাইয়ে গাছচাপায় নি’হত ৪ এ ঘ’টনাটি ঘ’টেছে রাজধানীর অদূরে সাভারে। অথাৎ তিন বোনের এ’ক স্বামী। আর এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।জানা যায়, সাভারে তেতুঁলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাব হোসেন নামে এক যুবক। পেশায় তিনি একজন নরসুন্দর।খুলনা জেলার কয়রা থানার বাগমারা এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে সোহরাব সরদার প্রথমে লিমা আক্তারকে (২১) ৪ বছর আগে বিয়ে করেন ।বিয়ের বছর খানেক পর প্রথম স্ত্রী লিমা আক্তারকে তালাক দিয়ে তারই বড় বোনকে (২২) বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তিন বছর সাংসারিক জীবন অ’তিবাহিত হওয়ার পর সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রীর আপন ছোট বোনকে (১৮) গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিয়ে করলেন।
খোজঁ নিয়ে জানা যায়, সোহরাবের দ্বিতীয় স্ত্রী সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক। মাস তিনেক আগে ছোট বোনকে পোশাক কা’রখানায় কাজ নিতে বড় বোনের বাসায় আসেন। আর একই কারখানাতে ছোট বোনকে কাজ পাইয়ে দেন বড় বোন। চাকরি পাওয়ার সুবাধে বোন-দুলাভাইয়ের সঙ্গে একই বাসাতে থাকতেন ছোট বোন।প্রে’গন্যান্সি ধরা পড়ার তিনদিনের মাথায় শ্যালিকাকে বিয়ে করে নেন সোহরাব। এভাবে একে একে আপন তিন বোনের স্বামী হয়ে যান বি’কৃতমনা সোহরাব। তিনি যাদের বিয়ে করছেন তাদের গ্রামের বাড়ি বরিশালে।এ বিষয়ে সোহরাব সরদার বলেন, আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তার বড় বোন আমাকে প্রেমের প্র’স্তাব দেয়।
তার প্রস্তাবে রাজি হই এবং এক পর্যায়ে বিয়ে করি। কিন্তু তিন বছরের মধ্যে কোনও সন্তান না হওয়ায় তাদের ছোট বোনকে বিয়ে করতে বাধ্য হই। আর এতে তার কোন দো’ষ দেখেন না বলেও জানান তিনি।তিনি আরো বলেন, গত ৩ জানুয়ারি তৃতীয় বিয়ে করার পর আমরা আলাদা সংসার করছি।
ইয়ারব হোসেন সাতক্ষীরা থেকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকে

