সমাজের আলো : রাজধানীর দারুস সালামের মিরপুর-১ সেলিনা হাসপাতালের সামনে তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- সিকিউরিটি গার্ড মো. ইমন (২০), বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোহাম্মদ রিয়ান (১৯) ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোহাম্মদ সোহান (১৮) । আহত ইমনের বন্ধু রাশেল জানান, আমরা দারুস সালামের সেলিনা হাসপাতালে গলি এলাকায় যাওয়া মাত্র সোহানুর রহমান সোহান, ইমন, পাশা, রায়হান, সাকিবসহ ৮ থেকে ১০ জন কোন কিছু বোঝার আগেই আমাদের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় ওদের তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীরে পেটে ও গলায় পিঠে গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, আহত ইমনের বাসা দারুস সালাম বড় মসজিদের পাশে হাকিম প্লাজায়। বাবা মজনু মিয়া। রিয়ানের মিরপুরেই পিতা আব্দুল হান্নান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *