শাহিনুর রহমান (শাহিন) সিনিয়র ষ্টাপ রিপোর্টারঃ আজ সকালে সাতক্ষীর যশোর সড়কের তুজলপুর ইটভাটার সম্মুখে দ্রুতগামী মটারসাইকেল ও ব্যাটারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনাস্থলয়ে একজন নিহত হয়। পরবর্তীতে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন এবং বাকিদের হাসপাতালে চিকৎসা প্রদানকালীন তৃতীয় জন নিহত হয়। মোট মৃত্যুর সংখ্যা- ০৩।
