ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:
সাতক্ষীরা সদরে গাছের পাঠশালা কৃষি ক্লাবে ৬০ জন কৃষক কৃষাণীকে ধান চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোগ পোকা জীবানুর আক্রমণ চিহ্নিত করন ও সমাধান বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দিন ব্যাপি জেলার তুজুলপুরে গাছের পাঠশালা ও কৃষি যাদুঘরে কৃষকদের ধান চাষের প্রশিক্ষণ প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সাতক্ষীরা ড. তাহমিদ হোসেন আনছারী।
গাছের পাঠশালা যাদুঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমানত উল্লাহ রাজু৷
এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে তুজুলপুর ও ভেড়িপাড়া দুই গ্রামের দুইটি কৃষক দল থেকে ৬০ জন নারী পুরুষ অংশ গ্রহণ করে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, পত্রদুত পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি, তুজুলপুর কৃষক দল নেতা কৃষক আবু সিদ্দিক, ভেড়িপাড়া গ্রামের কৃষাণী হালিমা খাতুনসহ সুশীল সমাজের নাগরিক কৃষক, সাংবাদিক প্রমূখ।

