সমাজের আলো: বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির এক ছাত্রী (৯)-এর মুখে গামছা বেঁধে ধর্ষনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত প্রতিবেশী শাহ্ নেওয়াজ বেপারীকে (৬০) আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। নেওয়াজ ওই উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামের মৃত শফিজদ্দিন বেপারীর ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই জামাল হোসেন জানান, পশ্চিম সমরসিংহ গ্রামের ৩য় শ্রেণীর এক ছাত্রীর দুঃসম্পর্কের দাদা প্রতিবেশী শাহ্ নেওয়াজ বেপারী। গত ৩ নভেম্বর দুপুর আড়াই টার দিকে খেলার সাথী এক শিশুর সহায়তায় ওই শিশুটিকে নিজ ঘরে ডেকে নেয় শাহ্ নেওয়াজ। এসময় শিশুটির মুখ গামছা বেঁধে তাকে ধর্ষণ করে সে। ধর্ষণের পর অভিযুক্ত শাহ্ নেওয়াজ নির্যাতিতা শিশুটির হাতে ৬০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। অসুস্থাবস্থায় শিশুটি বাসায় গেলে তার বাবা-মা অসুস্থতার কারণ জানতে চায়

