সমাজের আলো: যশোর কোতোয়ালি থানাসংলগ্ন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে প্রকাশ্যে ছুরি ও বোমা হামলা চালিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই হয়েbছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে টাকা বহনকারী দুইজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শহরের বকচর হুশতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে ও আরএন রোড এলাকার আগমনী মোটরসের মালিক ইকবাল হোসেনের ভাই এনামুল হক (৩৫) ও একই এলাকার ইমদাদুলের ছেলে ইমন (২০)। এদের মধ্যে এনামুলের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মঙ্গলবার দুপুরে আগমনী মোটরসের ১৭ লাখ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) জমা দেয়ার জন্য মোটরসাইকেলে চড়ে আসেন এনামুল ও ইমন। ব্যাংকের সামনে তারা মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই আগে থেকে অবস্থান নেয়া ৭-৮ জন মুখোশধারী তাদের ঘিরে ধরে। দুর্বৃত্তরা এনামুলের হাত, পেটে ও বুকে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সিটি প্লাজার সামনের গলি দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *