সমাজের আলো: থানার সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্য আহত। এ ঘটনায় মোবাশ্বের (৩০) নামের হামলাকারী ওই যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায় মুখে দাড়ি।পাঞ্জাবি পরা।হাতে ছুরি।হঠাৎ পুলিশের উপর হামলা চালায় ছুরি নিয়ে। পালিয়ে যাওয়ার চেষ্টা করে।জনতার সহযোগিতা তাকে আটক করে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে…
