সমাজের আলো: রাজধানীর পল্টন থানা হেফাজতে মাসুদ রানা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি ছিলেন মাদকসেবী। ইয়াবা মামলার আসামিও ছিলেন তিকনি। তবে পরিবারের অভিযোগ, থানায় নেওয়ার পর নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তার বন্ধু মমিনকে (৩৬) গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুদ রানা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। পল্টন থানা পুলিশ বলছে, নিহত মাসুদ রানা ইয়াবা মামলার আসামি ছিলেন। থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
