সমাজের আলো : রংপুর নগরীর দখিগঞ্জ জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ ডিসেম্বর ২০২২ ইং বাদ আসর দখিগঞ্জ জামে মসজিদ সংলগ্ন রংপুর ইন্জিনিয়ারিং কলেজের সম্মুখ প্রাঙ্গনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন মুফতি মাওলানা মোঃ বজলুর রশিদ
( কে এম ট্রিপল তাফসির হাদিস,ফেকাহ্ ফাস্ট ক্লাশ, কাহালু বগুড়া,) ২য় বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন ঢাকা দেউলিয়া চৌপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শফিউদ্দিন জিহাদী, ৩য় বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন দখিগঞ্জ জামে মসজিদের ইমাম, মাহিগঞ্জ কসাইটুলী জামে মসজিদের খতিব ও রহমানিয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ হাসান মাহমুদ।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইন্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলন, প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আশরাফুল আলম আল-আমিন, পৃষ্ঠপোষকতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ৩০ ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, ১১ নং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কমিশনার সৈয়দ মোঃ সাজ্জাদ হোসেন ডাবলু সহ অত্র এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সমাজ সেবকগন। এসময় সভাপতিত্ব করেন দখিগঞ্জ জামে মসজিদের সভাপতি মোঃ বেলাল হোসেন ও মাহফিল অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে করেন দখিগঞ্জ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শাহীন মাহমুদ।
তাফসীরুল কুরআন মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ধর্ম প্রান মানুষের ঢল নেমে আসে।
এদিকে দখিগঞ্জ জামে মসজিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের লোকজন। তারা বলেন, যে সময় যুব সমাজের অনেকেই মাদকাসক্ত, ভার্চুয়াল গেম আসক্তি, চলমান ফুটবল খেলা নিয়ে ব্যাস্ত ও বিভিন্ন কুসংস্কারে নিমজ্জিত ঠিক তখনই এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
