সমাজের আলোঃ বলছিলাম  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর কথা।এক কথায় মানবতার ফেরিওয়ালা তিনি। করোনা পরিস্থিতিতে তিনি যেমন করোনায় ক্ষতিগ্রস্ত দের বাড়ি বাড়ি বস্তাভর্তি খাবার পৌছে দিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তিনি সাথে সাথে কুইক রেসপন্স টিম পাঠিয়ে দিচ্ছেন মৃতের দাফন কার্য সম্পন্ন করার জন্য। ঠিক তেমনি তিনি তার জেলার পুলিশ সদস্যদের কে নিজের সন্তান, ছোট ভাইয়ের মত স্নেহ করেন ও বিপদ-আপদে অবিভাবকের ন্যায় পাসে থাকছেন।
খোজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশের  একজন পুলিশ কর্মকর্তা করোনা পজিটিভ হয়ে ঢাকাস্থ ইমপালস্ হাসপাতালে ভর্তি আছেন। সাতক্ষীরার পুলিশ সুপার সর্বক্ষণ তার খোঁজ-খবর নিচ্ছেন। শুধু খোজ-খোজ খবর নিয়ে ক্ষান্ত নয় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। করোনা পজিটিভ পুলিশ সদস্যদের  বাড়িতে খাবার পৌছে দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *