পলাশ কর্মকার, পাইকগাছা : গত ১৪ অক্টোবর খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ারখান ডিগ্রী কলেজে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও রোভার প্রোগ্রাম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা রোভারের সহসভাপতি মো জিল্লুর রহমান এল.টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ- আঞ্চলিক কমিশনার প্রফেসর তাপস কান্তি সমদ্দার এল.টি, প্রফেসর ড. ইয়াহিয়া মোল্লা, খুলনা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো: আমিনুর রহমান, জেলা রোভারের সম্পাদক মো: মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক শংকর কুমার সানা, অধ্যাপক সেখ মুনিবুর রহমান, অধ্যাপক মো: আমিনুল ইসলাম, খালেদা বেগম, শাহানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা রোভারের ডি আর এস এল অধ্যাপক শফিকুল ইসলাম।
প্রধান অতিথি পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করা হয়। খুলনা জেলার ১৫টি কলেজের রোভার সদস্যরা
অনুষ্ঠানে অংশগ্রহণ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *