সমাজের আলো। ।নওগাঁর বদলগাছী উপজেলায় একিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে অভিনব কায়দায় রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রাম ডাক্তারের সনদপত্র থাকলেও নিজেকে তিনি অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন। তবে এটাই তার একমাত্র পরিচয় নয়, তিনি রাতে জয়পুরহাটের একটি ক্লিনিকে অপারেশন থিয়েটারে সাহায্যকারী বা ওটি বয়ের কাজও করেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত একিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহিদুল ইসলাম ১৯৯৮ সালে মানবিক বিভাগে মাধ্যমিক ও ২০০০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০৪ সালে কলকাতা থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন বলে এলাকায় চাউর করেন। তার কেবল গ্রাম ডাক্তারের সনদপত্র থকালেও নিজেকে তিনি অভিজ্ঞ ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন। নিজের ডায়গনস্টিক সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন জাহিদুল। এ ছাড়া এসব রোগী দেখার নিয়মিত বিরতিতে নিজেই আলট্রাসনো, ইসিজি এবং এক্সরে করছেন। তার একই স্বাক্ষর রয়েছে ব্যবস্থাপত্রের পাশাপাশি এসব প্রতিটি রিপোর্টে।
