রাকিবুল হাসান শ‍্যামনগর : সাতহ্মীরার শ্যামনগর উপজেলার অধিকাংশ ইউনিয়ন উপকূলীয় এলাকা এই এলাকায় অধিকাংশ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল তারা পাস পারমিট খোলার কথা শুনে হাসি খুশির মাধ্যমে নৌকা সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জ মরাগাং টেংরাখালি কালিঞ্চী কৈখালী ঘুরে জেলে বাওয়ালীদের কাছে জানা যায়, তিন মাস পাস পারমিট বন্ধ থাকায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে,আজ সেপ্টেম্বরের ১তারিখ থেকে পাস পারমিট দেবে এই আনন্দে জেলেরা মাতোহারা হয়ে বনবিভাগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সবাই নৌকা সংস্কারের কাজে লেগে যান তারা আরোও বলেন আমরা বুড়িগোয়ালিনী কদমতলা কৈখালী স্টেশন থেকে ১ তারিখে আজ হতে বৈধভাবে পাস পারমিট নিয়ে জঙ্গলে প্রবেশ করে মাছ কাঁকড়া আহরণ করব আমরা উপকূলীয় মানুষ জঙ্গল ছাড়া আমাদের আর কোন আয়ের এর উৎস নেই এইজন্য সুন্দরবনের পাস পারমিট বন্ধ হলে আমাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়, এমনটাই মন্তব্য করেন অসহায় জেলে বাওয়ালীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *