সমাজের আলো : মৃত্যুর খবর জানার দুইদিন পর অবশেষে জীবিত হয়েছেন আব্দুর রহমান! গত ২ নভেম্বর তিনি জীবিত হন। এর আগে গত ৩১ অক্টোবর আব্দুর রহমান ইউপি সদস্য পদে মনোনয়নপত্র কিনতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান তিনি মৃত।ভোটার তালিকায় তার নাম নেই। মৃত্যুবরণ করায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় রহমান হতভম্ভ হয়ে যান। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তাএবারও তিনি নির্বাচনে অংশ নেবেন। এ জন্য গত ৩১ অক্টোবর বাবাকে নিয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র কিনতে গিয়েছিলাম। তখন নির্বাচন কর্মকর্তা জানান আমার বাবা মৃত। মৃত্যুবরণ করায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তখন আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতেও তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়। একপর্যায়ে নির্বাচন কর্মকর্তা ঢাকায় গিয়ে সংশোধনের পরামর্শ দেন। পরে আমরা ঢাকায় গিয়ে এটি সংশোধন করেছি। তিনি আরও বলেন, মূলত বাবা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন। সেজন্য তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। একটি মহল নির্বাচন অফিসের লোকজনের জোগসাজসে এ কাজটি করেছিল। ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কিনতে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। পরে নির্বাচন কর্মকর্তার সহায়তায় ঢাকা থেকে কাগজটি সংশোধন করা হয়েছে। সংশোধনের পর মনোনয়নপত্র জমা দিয়েছি।

