সমাজের আলো : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে দুই কিশোরী রাতভর গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজাবাড়ি এলাকায় একটি পার্ক থেকে ডিউটি শেষে ফেরার পথে পূর্ব পরিচিত মামলার এক নাম্বার আসামি আসিফ(১৯) কিশোরীদেরকে জনৈক ছবির উদ্দিনের পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। পরে সেখানে আগে থেকে অবস্থান করা আপু(১৮) রিফাত(১৮) শাহীনসহ (১৯) ৯ জন মিলে কিশোরীদের রাতভর গণধর্ষণ করে।পরে এক কিশোরীর মা ও অপর কিশোরীর নানীর দায়ের করা মামলায় শনিবার দিনভর অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।চার যুবকের গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *