সমাজের আলোঃ যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে থাকতে পারে বলে সর্বশেষ হিসাবে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলেছে, সরকারি হিসাবে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন তার চেয়ে বাস্তবে আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি হতে পারে। টেক্সাসে নতুন করে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধির ফলে সেখানে সবকিছু খুলে দেয়া স্থগিত করা হয়েছে। এমন সময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সতর্কতা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২৪ লাখ। মারা গেছেন এক লাখ ২২ হাজার ৩৭০ জন। কয়েক দিনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এমন অবস্থায় ইউনিভার্সিটি অব ওয়াশিংটন পূর্বাভাস দিয়েছে যে, অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা যেতে পারেন এক লাখ ৮০ হাজার মানুষ। তবে মার্কিনিদের যদি শতকরা ৯৫ ভাগ মাস্ক পরেন তাহলে এই সংখ্যা কমে এক লাখ ৪৬ হাজার হতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *