সমাজের আলো: রাজধানীর ৫টি সরকারি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভ্যাকসিন উদ্বোধনের পরের দিন পর্যবেক্ষণমূলক এসব হাসপাতালে ২ প্রতিমন্ত্রী, ২ সচিবসহ মোট ৫৪১ জন টিকা নিয়েছেন। এইদিন টিকা গ্রহণকারী তালিকায় ভিআইপি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান ও তথ্য সচিব খাজা মিয়া। এদিকে, গতকাল বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিচালিত ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি সাংবাদিকদের বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনন্দঘন পরিবেশে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা নিয়েছেন, অনেকেই টিকা নিতে আসছেন। পরিবেশ দেখে মনে হলো ঈদের ভাব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *