সমাজের আলো : চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দিতে যাওয়ার সময় অপর একটি বাসে উঠলে সেখানেও ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এছাড়া ধর্ষণের ঘটনায় পূর্বপরিচিত এক তরুণের সাহায্য চাইলে কৌশলে তাকে ডেকে নিয়ে তৃতীয় দফা গণধর্ষণ করা হয়। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুন্ড উপজেলার মাহমুদাবাদ এলাকার মো. দুলালের ছেলে আশরাফুল ইসলাম (২৩), বাঁশবাড়ীয়া এলাকার মো. ইয়াছিনের ছেলে শাহাদাৎ হোসেন (১৮), মুরাদপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান উদ্দিন রানা (২০), উত্তর ইদিলপুর এলাকার মো. নুর নবীর ছেলে মো. বেলাল হোসেন (২৩), শীবপুর এলাকার মো. সালামত উল্লাহর ছেলে মো. ইসমাঈল (৩২), মিরসরাই উপজেলার মধ্যম কুরুয়া এলাকার মো. জেবল হোসেনের ছেলে মো. সাগর (২২)।
