সমাজের আলোঃ দুই যুবকের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে যশোরে ছুরিকাঘাতে এনামুল হক ইমু (৩৫) নামে মাদরাসার এক সভাপতি খুন হয়েছেন।
রবিবার (২১ জুন) রাতে যশোরের উপশহর শিশু হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এনামুল হক উপশহর বি ব্লক মসজিদের পাশের ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে ও উপশহর আদর্শ বহুমুখি মাদরাসার সভাপতি।
স্থানীয়দের বরাতে নিহতের বাবা জানান, রবিবার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। সে সময় এনামুল হক সেখানে ছিলেন। তিনি তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে মারামারি থামানোর জন্য তিনি একজনকে একটি থাপ্পড় মারেন। পরে ওই যুবকটি একটি ছুরি বের করে তার পেটে আঘাত করে। এতে এনামুল হক মাটিতে লুটিয়ে পড়লে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে যায়। একপর্যায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর এনামুল হককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ তারেক দৈনিক অধিকারকে বলেন, ছুরিকাঘাতে রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান।

