সমাজের আলো। ।জেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকেও নেই, দায়িত্ব পালন করে আসছেন অন্যজন। অপরদিকে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগদানের পর থেকেই ঢাকায় অবস্থান করছেন। তাই এই দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধেই ফাঁকিবাজির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন রেজা শাহানা জাহান। যোগদানের পরই তিনি ছুটিতে যান। ছুটির সময় শেষ হলেও তিনি কখনও বিদ্যালয়ে এসে দায়িত্ব পালন করেননি। অবশেষে চলতি বছরের জুন মাসের ২৪ তারিখ অবসরে যাবেন বলে বিদ্যালয়ে এসে দায়িত্ব বুঝিয়ে দেন। যদিও গত ২২ জুন রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ে সহকারী কর্মকর্তা হিসাবে তিনি যোগ দেন। চলতি মাসের ১০ তারিখ তিনি পিএলআরএ যাবেন। ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে গত ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর তেকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন পিযুষ কান্ত রায়। তবে অভিযোগ অস্বীকার করে রেজা শাহানা জাহান বলেন, ‘আমি যোগদানের পর ছিলাম না এটা সঠিক নয়। আমি অসুস্থতাজনিত কারণে ৫ মাস ছুটিতে ছিলাম। আগামী ১০ অক্টোবর থেকে পিএলআরএ যাচ্ছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *