সমাজের আলো।। নওগাঁর আত্রাই উপজেলার বিলকৃষ্ণপুর গ্রামের সান্টু রহমান ও মাহফুজা বেগমের ২০ বছরের সংসার। তাদের এক ছেলে আছে। এরই মধ্যে ২০১৩ সালে এক বিয়ের অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী সামছুল আলমের সঙ্গে মাহফুজা বেগমের পরিচয় হয়। মোবাইল ফোনে বিভিন্ন সময় কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে পরকীয়ায় রূপ নেয়।
মাহফুজা বেগম তার প্রথম স্বামী সান্টু রহমানকে তালাক দেন। পরে নওগাঁর একটি কাজী অফিসে ৩৩ লাখ টাকা দেনমোহরে প্রবাসী সামছুল আলমকে বিয়ে করেন। বিয়ের ৩ মাস পর প্রবাসী আবারও আমেরিকায় ফিরে যান। এরপর কোনো ধরনের বৈধতা ছাড়াই সাবেক স্বামী সান্টু রহমানের সঙ্গে আবারও সংসার করছেন মাহফুজা বেগম। তবে প্রবাসী স্বামীর কাছ থেকে নিয়মিত সংসার খরচের টাকা নিচ্ছেন মাহফুজা বেগম। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, প্রবাসী সামছুল আলম তার প্রথম স্ত্রী রোকেয়া বেগমের কাছে দ্বিতীয় বিয়ের বিষয়টি গোপন করে সংসার করে আসছেন। তবে তার আচরণে পরিবর্তন ও ভরণপোষণ সমস্যা হওয়ায় স্ত্রী রোকেয়া বেগম ও সন্তানদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে পারিবারিক চাপে সামছুল আলম দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেন যে, তাকে নওগাঁর এক নারীর সঙ্গে ফাঁসিয়ে বিয়ে দেওয়া হয়েছে।নওগাঁর আইনজীবী আতাউর রহমান জানান, বিভিন্ন ধর্ম ও দেশের আইনে বহুবিবাহ নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। অধিকাংশ ধর্ম ও আইন অনুযায়ী একজন নারীর একাধিক স্বামী থাকা নিষিদ্ধ। ইসলামে পুরুষের সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি থাকলেও নারীদের ক্ষেত্রে একাধিক স্বামী রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

