যশোর প্রতিনিধি: যশোরে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ গড়া ও সম্পদের হিসাবে না দেয়ায় দুদকের দায়ের করা মামলায় যশোর বেনাপোল পোর্ট থানার পুলিশের সাবেক এসআই সাইফুদ্দৌলা আজ রোববার যশোর আদালতে আত্মসমর্পন করেছেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আত্মসমর্পণ করলেন। দুদকের মামলায় এর আগে তার স্ত্রী জামিনে রয়েছেন বলে জানা গেছে।আজ পু্লিশের সাবেক এসআই সাইফুদ্দৌলা যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে বিচারক মোহাম্মদ শামসুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইফুদ্দৌলা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর হোসেনাবাদ গ্রামের শরিয়ত উল্লার ছেলে। ৯৩ লাখ ৪৫ হাজার ৪শ’ ৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ গড়ার অভিযোগে দায়ের করা এ মামলায় তার স্ত্রী লাভলী ইয়াসমীনকেও আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।

