সমাজের আলো : ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, “১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।” তিনি আরও লেখেন, “ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত, রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভাল থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।…….. প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।”
ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ জানান, দল ক্ষমতায় থাকার পরেও ১২ বছর যে রাজনীতি করতে গিয়ে আমার অর্জন ৭ টা মামলার আসামি। জেলে বসে পরীক্ষা দেয়া, সেখান থেকে এমনটা পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনঃগঠন করা হয় তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসবো।
উল্লেখ্য, দুধ দিয়ে গোসল করা আরমিন মিয়া পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
