সমাজের আলো: সদর উপজেলার দেবনগর সরদারপাড়ার ইটভাটা শ্রমিক মেহেদী হাসান (২৫) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মেহেদীর বাবা রবিউল ইসলাম। জিডিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মেহেদী হাসান বিনেরপোতার লিয়াকতের ইটভাটায় কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। ওইদিন দুপুর ১টার দিকে লাবসা বাইপাস মোড়ে মেহেদী হাসানের সাথে ইটভাটা শ্রমিক মনিরুলের দেখা হয়েছিল বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। এছাড়া শ^শুর বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও মেহেদী হাসানের খোঁজ পাওয়া যাচ্ছে না। মেহেদী হাসানের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। মুখমন্ডল লম্বাটে। তার পরণে ছিল লুঙ্গি ও কালো রঙের জ্যাকেট। তার সন্ধান পেলে ০১৯৩৪১৬৪৩০৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *