আশরাফুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃদেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইং১৩/০১/২০২২শপথ গ্রহণ করেন, তিনি সখিপুর ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তিনি অতীতের সকল ভুল ত্রুটি শুধরে নিয়ে সখিপুর ইউনিয়নকে দালাল ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি বর্তমান সরকারের সাথে তাল মিলিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করতে চান।তিনি ইউনিয়ন পরিষদের সকল সেবা সহজলভ্য করাসহ ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চান। ইউনিয়নের সকল ভিজিডি-ভিজিএফ সুবিধাভোগীরা যাতে সঠিকভাবে এসব ভাতা ভোগ করতে পারে তার জন্য সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যম্যে ভাতাভোগী নির্বাচন করা হবে। আরো বলেন, ইতিমধ্যে মাইকিং করে সরকারি খাস জায়গার উপরে যাদের নেটপাটা দেওয়া আছে অনতিবিলম্বে তাদের নেট পাঠা সরানোর জন্য বলা হয়।এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী সহ সমাজে পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের উন্নয়ন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।সখিপুর ইউনিয়ন পরিষদকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের সাথে সাথে ব্যাক্তিগত উদ্যোগে মাদক নিয়ন্ত্রণে ভুমিকা রেখে সাবাভাবিক জীবনে ফিরে আনতে, মাদক নিয়ন্ত্রণরাখার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় চেয়ারম্যান সাইফুল ইসলাম তার সকল কাজের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *