দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ব্যবসা বন্ধ, ভূমিদস্যু নির্মূলসহ সকল প্রকারের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ছাত্র জনতার বিপ্লবের কারনে আজকে যে বাংলাদেশ, সেই দেশকে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গঠনকল্পে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। তিনি একজন বাংলাদেশী হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করে পুলিশ সুপার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর। তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদ ভোটের সাথে গনভোট সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। কারন এই গনভোটই হচ্ছে আগামীর বাংলাদেশ বির্নিমানের হাতিয়ার। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব এজন্য তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পুলিশ সুপার সোমবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার ও সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল বায়েজিদ ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আফছার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান তানভির, মীর আরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *