সমাজের আলো : দেবহাটার নাংলায় সরকারি কাজে বাধা, আসামী ছাড়িয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও গ্রামের সাধারণ মানুষকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। গত রবিবার (৩ জুলাই) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষ।
একার্ধীক প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নাংলা গ্রামের আহাদ আলীর ছেলে এবাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে ওই পরিবারের সদস্যদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাজির হন স্থানীয় ইউপি সদস্য মাহামুদ গাজী ও স্থানীয় সংবাদকর্মী আবু সাঈদ। ঘটনা শুনে সেখানে দেখতে আসেন স্থানীয়রাও। এসময় মাদক নিয়ন্ত্রণের কর্তৃপক্ষের সাথে গোলোযোগের উপক্রম হলে উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। উপজেলা নির্বাহী অফিসার সেখানে হাজির হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং উভয়কে উপজেলায় আসার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক অভিযুক্ত এবাদুল, ইউপি সদস্য, সংবাদকর্মীসহ অনেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এসে ঘটনার বিবরণ দেন। একই সাথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের অভিযোগ শোনেন উপজেলা নির্বাহী অফিসার। এরপর উভয়ই উপজেলা পরিষদ চত্ত্বর ত্যাগ করেন।
এদিকে, ঘটনার দিন রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে সরকারি কাজে বাধা, আসামীকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। উক্ত মামলায় স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদ গাজী, সাংবাদিক আবু সাঈদসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং ২০/৩০ জন অজ্ঞাত আসামী করে দেবহাটা থানায় ৩নং মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশের অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদ গাজী (৫৫), আহাদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫), তরিকুলের ভাই শরিফুল ইসলাম (৩৮) ও স্থানীয় ঘটক গোলাম হোসেন (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবাইদুল্লাহ জানান, দেবহাটার নাংলা গ্রামের মাদক নিয়ন্ত্রণের অভিযানের কোন তথ্য থানা পুলিশের কাছে ছিল না। রাতে মাদক নিয়ন্ত্রণের পক্ষ থেকে উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *