দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্কুলের শিক্ষক মন্ডলী, সুধীমহলসহ অভিভাবকবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যানেজিং কমিটি গঠনের সকলের সহযোগীতা কামনা করেছেন। জানা গেছে, উপজেলার ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ কয়েক মাস আগে শেষ হয়। সেসময় স্কুলটির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম নতুন ম্যানেজিং কমিটি গঠনের সরকারী নীতিমালা অনুযায়ী প্রক্রিয়া শুরু করেন। কিন্তু একটি মহল নিজেদের মনমতো কমিটি গঠনে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করে। কিন্তু প্রধান শিক্ষক সরকারী নীতিমালা অনুযায়ী এলাকায় প্রচার, সকল মসজিদে প্রচারসহ সকল কর্মকান্ড পরিচালনা করাকালীন সময়ে ইউনিয়ন নির্বাচন থাকায় সেসসয় স্কুলের নির্বাচন স্থগিত করা হয়। পরে প্রধান শিক্ষক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুনীর আহমেদের নির্দেশনা মোতাবেক নির্বাচনী তফসীল ঘোষনা করেন। সোমবার ২৬ ডিসেম্বর, ২১ ইং তারিখে উক্ত নির্বাচনের তারিখ নির্ধারন করা হলে কুচক্রী মহলটি আবারো বিভিন্নভাবে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতে থাকে। প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচনের সকল কর্মকান্ড পরিচালনা করা হচ্ছ। সরকারী নির্দেশনা মেনে সকলের ভোট ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে স্কুলটির পড়াশুনার পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি জানান। দেবহাটা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন বকুল কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনা ও উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের মতামতের ভিত্তিতে পড়াশুনার পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি মনে করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *