সমাজের আলো : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দেবহাটার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। যার মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী-৫, বিদ্রোহী-৬ ও স্বতন্ত্র প্রার্থী- ৮জন মনোনয়ন দাখিল করেছেন। ২ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।
১নং কুলিয়া ইউনিয়ন: উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যার মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক ও প্রাণনাথ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

২নং পারুলিয়া ইউনিয়ন: পারুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যার মধ্যে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু ও আরিফা খাতুন।

৩নং সখিপুর ইউনিয়ন: সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আব্দুল আজিজ বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও দলিল লেখক শেখ আবু হাসান সাঈদ।
৪নং নওয়াপাড়া ইউনিয়ন: নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম ও রাজিব হোসেন।

৫নং দেবহাটা সদর ইউনিয়ন: দেবহাটা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক আলী মোর্তজা আনোয়ারুল হক, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর, বিদ্রোহী সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দীন ইসলাম, স্বতন্ত্র আব্দুল মতিন বকুল ও আতিকুর রহমান।

এদিকে, ৫ ইউনিয়নে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৫৯ জন এবং ইউপি সদস্য হিসাবে ১৮৪জন প্রার্থী মনোয়ন দাখিল করেন।
দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৪ তারিখে যাচাই-বাচাই করে প্রার্থীতার বৈধতা ঘোষণা করা হবে। আমরা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *