দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল একাদশের আয়োজনে দেবহাটা সদরের ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটা ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে চন্ডিপুর ক্রিকেট একাদশ। খেলায় দেবহাটা ক্রিকেট একাদশ চন্ডীপুর ক্রিকেট একাদশকে ৬ উইকেটে পরাজিত করে। দেবহাটা ক্রিকেট একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চন্ডীপুর ক্রিকেট একাদশ ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। চন্ডীপুরের হাবিবুর রহমান সবুজ সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করে। দেবহাটা ক্রিকেট একাদশের হয়ে আলামিন ও সাগর উভয়ই ৪ টি করে উইকেট নিতে সক্ষম হয়। জবাবে দেবহাটা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছাতে সক্ষম হয়। দলের হয়ে অনিক দত্ত সর্বোচ্চ অপরাজিত ২০ বলে ৪০ রান করে দলকে ৬ উইকেটে জেতাতে সক্ষম হয়। খেলার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় আলামিন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। ক্রীড়া সংগঠক রামকৃঞ্চ দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়ামোদী জিন্নাত আলী, অনিক দত্ত প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *