আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির পক্ষ থেকে মানবতার কল্যানে করোনা সরঞ্জামাদী প্রদান করা হয়েছে। ২৬ আগষ্ট, ২১ বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এই সরঞ্জামাদী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব আবু মাসুদ। ওয়ান ব্যাংকের এসিষ্টান্ট ভাইস প্রেসিডেন্ট ব্যাংক কর্মকর্তা মাজহারুল ইসলামের সার্বিক পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির পক্ষ থেকে এই এলাকার সকল করোনা আক্রান্ত রোগীদের মানবিক সহযোগীতার অংশ হিসেবে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, মেডিসিন, অক্সিজেন নেজেলসহ বিভিন্ন সরঞ্জামাদী প্রদান করা হয়। উল্লেখ্য, নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির পক্ষ থেকে ইতিপূর্বে কালীগঞ্জ হাসপাতাল ও নলতা হাসপাতালে এধরনের সরঞ্জামাদী প্রদান করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *