দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পল্লীতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্র ও পুত্রবধুর মারপিটে পিতা-মাতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহতদের ছোট ছেলে বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে আবুল হাসান। অভিযোগের বিবাদী হলেন, মোহর আলী গাজীর বড় ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও তার স্ত্রী সালামা খাতুন (৩০)। লিখিত অভিযোগ মতে জানা গেছে, ৪জুন, ২০২১ ইং শুক্রবার সকাল ১১ টার দিকে বিবাদী গোলাম মোস্তফা তার ছোট স্ত্রী সালমা খাতুনকে নিয়ে মোস্তফার বড় স্ত্রী তাছলিমাকে তার বাড়িতে এসে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় তাছলিমার ছেলে রিপন (১৯) তার মাকে ঠোকাত.

