দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন ও নিয়মিত মামলার ১ জন আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। জানা গেছে,
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই (নিঃ) সুজিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং- ১২/০২/২০২২ তারিখ দেবহাটা থানাধীন ২ নং পারুলিয়া ইউপি এর অর্ন্তগত মাঝ পারুলিয়া গ্রামস্থ জনৈক আরাফাত হোসেনের মুদি দোকানের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. আঃ রউফ (৫৯), পিতা- মৃত. মাজেদ মোল্যা, গ্রাম- দক্ষিণ পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ০৪, তারিখ- ১২/০২/২০২২ ইং। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১। এছাড়া থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ৩/১৮, তারিখ- ১২ ফেব্রুয়ারি, ২০২২ এর আসামী ১। শাহাদৎ হোসেন (৩৮), পিতা- মৃত ভেমরো বাবু , গ্রাম- ধোপাডাঙ্গা, দেবহাটা, সাতক্ষীরাকে ধোপাডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

