সমাজের আলো : ২৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার শিমুলিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আশাশুনির বসুখালি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩২)। দেবহাটা থানার সহকারী পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজিৎ কুমার এ অভিযান পরিচালনা করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

