সমাজের আলো : দেবহাটা উপজেলায় ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের আওতায় গত তিন অর্থবছরে প্রায় এক কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।
এসকল প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ বিদ্যালয়ে নামমাত্র কাজ করে আবার কোথাও কাজ না করে কিংবা পূর্বের অর্থবছর গুলোর কাজের তালিকা ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবছর দেখিয়ে প্রকল্পের টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কাজ না করেই অবৈধভাবে সাতক্ষীরার কাজি স্টোরসহ বেশ কয়েকটি চুক্তিভিত্তিক স্টেশনারি শপ’র ভূয়া ভাউচার জমা দিয়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা যোগসাজোশে বরাদ্দকৃত সরকারি অর্থ উত্তোলন করে আত্মসাত করেছেন।
গত এক সপ্তাহে প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আরও অন্তত ২৯টি বিদ্যালয়ে খোঁজ নিয়ে একই রকম অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে মোট ৩৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রত্যেকটি বিদ্যালয় ভিত্তিক প্রকল্প কমিটির সদস্যরা ভাউচার (খরচের বিবরণ) জমা দিয়ে বিল উত্তোলন করে নিয়েছেন। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কাজ না করে ভূয়া ভাউচার জমা দিয়ে অর্থ উত্তোলন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ কাজ না করে ভুয়া ভাউচার জমা দিয়ে টাকা আত্মসাৎ করলে অভিযোগ পাওয়ামাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।
উল্লেখ্য, বিগত দুটি অর্থবছরেও করোনা পরিস্থিতির মধ্যে সরকারি তদারকি না থাকায় স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (স্লিপ) নামের এ প্রকল্পের বরাদ্দকৃত টাকা ভূয়া ভাউচার দেখিয়ে হরিলুট করেন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা। সেসময় স্কুল বন্ধ থাকলেও সময়মতো এ প্রকল্পের টাকা বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গেল ৩১ জুনের আগেই উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেসকল বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে এমন ২৩টি বিদ্যালয়ের নিজস্ব হিসাব নম্বরে ৭০ হাজার করে টাকা পাঠানো হয়। আর যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দু’শর কম তেমন ৩৬টি বিদ্যালয়ের নিজস্ব হিসাব নম্বরে ৫০ হাজার করে টাকা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া ওই টাকা দিয়ে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ কেনাসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে খরচ করার নির্দেশনা ছিল। এছাড়া পিইডিপি-৪ প্রকল্পের আওতায় রুটিন মেরামতের জন্য ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। যা দিয়েও টুকিটাকি শিক্ষা উপকরণ ক্রয় ও বিদ্যালয়ে উন্নয়ন করার নির্দেশনা ছিল। পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের উন্নয়নে উপজেলার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে পৃথক আরেকটি বরাদ্দ দেয়া হয়েছিল।

