আশরাফুল ইসলাম দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটা থেকে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে উদ্ধার করলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ। হারিয়ে যাওয়া শিশুদের পিতার দেবহাটা থানায় দায়ের করা জিডির সূত্র ধরে ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ ও এসআই নুর মোহাম্মদ তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে গোয়ালন্দ এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা গেছে, উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মফিজুল ইসলামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা মরিয়ম (১১) ও একই গ্রামের কামরুল ইসলামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া কন্যা ইতি আক্তার খুশি (৯) গত ইং ১৬ ফেব্রুয়ারী, ২২ তারিখ দুপুর ২ টার দিকে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরেও তারা বাড়িতে না ফিরে তাদের পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। কিন্তু কোথাও তাদেরকে খুজে না পেলে মরিয়মের পিতা মফিজুল ইসলাম গত ইং ১৭-০২-২০২২ তারিখে বাদী হয়ে দেবহাটা থানায় ৫৭৩ নং জিডি করেন। পুলিশ ঐ জিডির সূত্র ধরে দ্রুত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অভিযান পরিচালনা করে গোয়ালন্দ এলাকা থেকে শুক্রবার ভোরের দিকে তাদেরকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, হারিয়ে যাওয়া শিশুর পিতার জিডির সূত্র ধরে পুলিশ তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *