সমাজের আলো : আজ ১ কোটি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী ১ কোটি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা বিনামূল্যে দেওয়া কর্মসূচির কার্যক্রম চলছে।এ কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত, অনিবন্ধিত, ১২ বছর বা তার ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।তাই যাহারা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নেননি, তাহার আপনার নিকটবর্তী টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।সরকারী নির্দেশনা অনুযায়ী আজ ২৬ ফেব্রুয়ারীর মধ্যে ১ কোটি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, এবং এর পরে আর প্রথম ডোজ দেওয়া হবে না।
প্রথম ডোজ টিকার জন্য এখন কোন রেজিস্ট্রেশন লাগবে না।
গর্ভবতী মায়েরা ও শিশুকে দুধ পান করানো মায়েরা আজ টিকা নিতে পারবে।
তাই গর্ভবতী বা প্রসূতি মায়েদের শিশুকে অসুস্থতা থেকে রক্ষা করতে টিকা দিতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই টিকা নেওয়ার আগে সম্পূর্ণ চেকআপ করে চিকিৎসকের পরামর্শ নিতে ও নির্দেশনা দেয়া হয়েছে।
তবে এই টিকা নেয়া ফরমে উল্লেখ আছে, এই কার্ড এর ক্ষেত্রে, সুরক্ষা সিস্টেম থেকে কোন প্রকার সনদ প্রদান করা হবে না।

