সমাজের আলো: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। এ সংখ্যা গতকালের চেয়ে প্রায় তিন গুণ বেশি। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ২২১২ জনের। আজ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছে ২১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৩৯ জন।

