সমাজের আলোঃ  বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৩,১১৪ জন। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৬,৩৯১ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৯৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৬৫০টি। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮১৭,৩৪৭টি। অন্যদিকে, এই একদিনে সুস্থ হয়েছেন ১,৬০৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮,০৪৮ জন। যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১০ জন। এর মধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়ীতে মারা গেছেন ১১ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *