সমাজের আলো : বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত দুদিনে করোনার তাণ্ডব খুব বেশি ওঠানামা করেনি। তবে আজ কিছুটা বেড়েছে শনাক্ত ও মৃতের সংখ্যা।বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৮১৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৩৯ জন।এর আগে বাংলাদেশ সময় সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৩ হাজার ৯৮৮ জন। অন্যদিকে শনাক্ত হন ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন।

