সমাজের আলো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ কেন্দ্র করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের হঠাৎ বিরোধিতায় দেশে উত্তাপ সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানামুখী তর্কবিতর্কের মধ্যেই গত শুক্রবার রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর আরেকটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকার ও ক্ষমতাসীন দল এতদিন নমনীয় ভাব দেখালেও কুষ্টিয়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে। দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রবিবার দিনভর জেলায় জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ হয়েছে। আইনজীবীরাও বিক্ষোভ করেছেন। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের দুজন মাদ্রাসাশিক্ষক ও দুজন মাদ্রাসাছাত্র। পুলিশ বলছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে দুই মাদ্রাসাছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে উদ্দেশ্যমূলকভাবে ভাস্কর্য নিয়ে বিরোধ ও বিতর্ক তৈরি করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক দুরভিসন্ধি আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ মনে করেন, তারা অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটি তাদের ধারণার ভুল। বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও ভাস্কর্য ইস্যুটিকে ‘স্পর্শকাতর ও রাজনৈতিক’ হিসেবে মনে করছে। গত শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সব মানুষের ধর্মীয় অনুভূতির পক্ষে থাকার সিদ্ধান্ত নেয় দলটি। ভাস্কর্য ইস্যুটি নিরপেক্ষ অবস্থানে থেকে পর্যবেক্ষণেরও সিদ্ধান্ত হয়। রাজধানীসহ দেশের নানা স্থানে ও প্রতিষ্ঠানে বহু বছর ধরে বিভিন্ন ধরনের অসংখ্য ভাস্কর্য থাকলেও সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর একটি সুউচ্চ ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় নামেন হেফাজত নেতারা। এই ভাস্কর্যটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। এটি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারকে তারা সরে আসতে বললেও এই আহ্বানে সাড়া দেওয়া হবে না বলে সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে। দাবিটি মানলে উগ্রপন্থিদের প্রশ্রয় দেওয়া হবে মনে করছেন অনেকে।

