সমাজের আলো: ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সাইন বোর্ড সর্বস্ব অনুমোদনহীন অবৈধ মাদক নিরাময়কেন্দ্র। যেগুলো কেন্দ্র থেকে মাদকাসক্তদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সম্ভাবনা কম। বরং সেখানে রোগী গিয়ে আরো মানসিক টর্চারের শিকার হচ্ছেন। নিজস্ব বলয়ে প্রভাব খাটিয়ে এইসব নিরাময় গড়ে তোলা হয়েছে। প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তারা এইসব কেন্দ্র দেখেও না দেখার ভান করে থাকেন। অভিযোগ আছে, এসব অবৈধ প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা পান মোটা অঙ্কের মাসোহারা। সারা দেশে এরকম প্রায় ৯০০টি অবৈধ মাদক নিরাময়কেন্দ্র রয়েছে বলে জানা গেছে। যেগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো নিয়ন্ত্রণ নেই।

