সমাজের আলো: কলোরোয়ার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামে একই পরিবারের ৪ জনকে গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় এখনও কিছু তথ্য অজানা রয়েছে। খুনী রায়হানুর কবে থেকে এই হত্যার পরিকল্পনা গ্রহণ করে? এই হত্যাযজ্ঞে ব্যবহৃত চাপাতি কোথা হতে সংগ্রহ করেছিলো এবং কোথায় সংরক্ষন করে রেখেছিলো? সব থেকে বড় অজানা প্রশ্ন হচ্ছে, এই হত্য যজ্ঞে ব্যবহৃত ঘুমের ঔষধ ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোন ফার্মেসী বা ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করেছিলো? কারণ এই ঘুমের ঔষধের কারণে হত্যাকারী চারজনকে নির্মমভাবে হত্যা করতে সক্ষম হয়। সাতক্ষীরা সিআইডি পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে, সুষ্ঠ তদন্তের স্বার্থে এখনি কোনো মন্তব্য করা যাবে না।

