কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নুড়িতলা বাজার থেকে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মাটির রাস্তার কারণে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা বৃষ্টিতেই এ সড়কে পায়ে হেঁটে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়ছে এসব এলাকায় মানুষ সহ শত শত শিক্ষার্থীদের। স্কুল কলেজে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এলাকা পরিদর্শন করে দেখা গেছে, নুড়িতলা বাজার থেকে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা। এর মধ্যে দেড় কিলোমিটার রাস্তা দুই বছর আগে পাকাকরণ করা হয়েছে। বাকি দেড় কিলোমিটার রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই স্বাভাবিক যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও সম্ভব হচ্ছে না। এ সড়ক দিয়ে কেশবপুর উপজেলার বেলকাটি, সাগরদত্তকাটি, নেপাকাটি, সাতাইশকাটি, পাঁজিয়া, গড়ভাঙ্গা, সাগরদত্তকাটি, ইমাননগর, মুজগুন্নি ও দূর্বাডাঙ্গা গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করেন। এছাড়া পাঁজিয়া, কলাগাছি, নারায়নপুর, আড়ুয়া, ভেরচিসহ এ অঞ্চলের মানুষের গোলাম আলী ফকির রাস্তা, চিনাটোলা, মণিরামপুর ও জেলা শহর যশোরে যাওয়ার সহজ ও কম পথ।
স্থানীয়রা জানান, বর্তমান বর্ষা মৌসুমে এলাকার লোকজনে গড়ভাঙ্গা বাজার ও পাঁজিয়া বাজারে ঢুকতে ৭ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যস্থানে পৌঁছাতে হচ্ছে। গড়ভাঙ্গা বাজারে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং পাঁজিয়া বাজারে, পাঁজিয়া ডিগ্রী কলেজ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া এমএন দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ সহ প্রাথমিক বিদ্যালয় রয়েছে কয়েকটি। এছাড়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাঁচা মালসহ যাবতীয় মালামাল জন্য বিক্রি হয়ে থাকে। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের জন্য চরম দুর্ভোগে পড়তে হয়। কাচামাল ব্যাবসায়ীদেরও একই অবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পর্যন্ত কাদা।
বেলকাটি গ্রামের মশিয়ার রহমান বলেন, হালকা বৃষ্টিতেই বাড়ি থেকে গড়ভাংগা বাজারে যাওয়ার জন্য প্রায় ৬ থেকে ৭ কিলো রাস্তা ঘুরে নতুনহাট বাজার হয়ে গড়ভাংগা বাজারে পৌঁছাতে হয়। তিনি রাস্তাটি দূতই পাকাকরণের দাবি জানান।
গড়ভাংগা বাজারে ব্যবসায়ী হারুন জানান, দেড় কিলোমিটার রাস্তার কারণে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাজারে আসা যাওয়া করতে হচ্ছে।
বেলকাটি গ্রামের মুদি দোকান কুদ্দুস বলেন, রাস্তাটি পাকাকরণ খুবই প্রয়োজন। তাতে মানুষের চলাচলের জন্য খুব উপকার হবে। পাঁজিয়া থেকে যশোর যেতে সহজ ও কম পথ এই রাস্তাটি।
কেশবপুর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, এখন নতুন কোন প্রকল্পের কাজ হচ্ছে না। তবে প্রকল্পের কাছে আসলে করা হবে।

