সমাজের আলো : মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও বহন করে এগিয়ে চলা পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালের চিত্র এখন দশ বছরের তারুণ্যে উজ্জীবিত। কালের চিত্র এখন একটি পূর্ণাঙ্গ সংবাদপত্রের অবয়ব। জনগণের কন্ঠস্বর হিসেবে পত্রিকাটি পাঠকের শক্তি নিয়ে নিজস্ব গতিতে ছুটে চলেছে। প্রতিদিন কাকডাকা ভোরে পাঠকের দরজার কড়া নাড়ছে। তার এই যাত্রা ও কর্মযজ্ঞ আরও গতিশীল হবে। আরও গণমুখী হবে এ প্রত্যাশা আমাদের। নয় বছর পূর্তি ও দশ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার দৈনিক কালের চিত্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন অভ্যাগত সুধিবৃন্দ। তারা বলেন, সংবাদপত্রের দায়িত্ব জনগনের কথা তুলে ধরা। সংবাদ রাজনীতি, সরকার বিরোধী মতাবলম্বী, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি বিনোদনসহ নানা অনুসর্গের মধ্য দিয়ে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে দৈনিক কালের চিত্র। কোনো বিশেষ দল ও মতের কার্বন কপি না হয়ে দৈনিক কালের চিত্র বস্তুনিষ্ঠতার ওপর ভর করে এগিয়ে চলেছে। ভয়ংকর দানব কোভিড সংক্রমনের মধ্যে নিজেদের স্বাস্থ্যসম্মত সুরক্ষা দিয়ে বৃষ্টি¯œাত বিকালে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান কালের চিত্রর সম্পাদকমন্ডলীর সভাপতি মো. নজরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের হাতে পুস্পস্তবক তুলে দেন দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, অনলাইন দৈনিক সংকল্প সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী প্রমূখ। কালের চিত্রর পক্ষ থেকে সব অতিথিকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটেন সভাপতি মো. নজরুল ইসলামসহ অতিথিরা। স্বাগত বক্তব্যে দৈনিক কালের চিত্র সম্পাদক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, চলার পথ কখনও সুগম থাকেনা। পথকে চলার উপযোগী করে তুলতে হয়। ২০১২ এর এই দিনে জন্ম লাভ করা পত্রিকাটির পথও সুগম ছিল না। পার হতে হয়েছে নানা চড়াই উৎরাই। তবু থেমে থাকেনি পত্রিকার যাত্রা। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় নির্ভর করে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিপক্ষে দৃঢ অবস্থান নিয়ে কাজ করে যেতে চাই। দুর্যোগ দুর্বিপাক, দুর্ভোগের সময় আমরা জনগনের পাশে থেকে তাদের সব ধরনের সহায়তা দিতে চাই। আমরা উন্নযন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাহসের সাথে সত্যকে তুলে ধরতে চাই। আমরা সামাজিক দুর্বৃত্তায়নের বিপক্ষে দাঁড়িয়ে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখতে চাই। তিনি বলেন পাঠক, এজেন্ট, পত্রিকা বিলিবন্টনকারী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা আমাদের প্রাণশক্তি। অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, দৈনিক কালের চিত্র তার সত্যনিষ্ঠ সংবাদ দিয়ে গত নয় বছরে পাঠকনন্দিত হয়ে উঠেছে। পত্রিকাটি মানুষের কথা বলে। তাদের সুখ দু:খের কথা বলে জনমত গড়ে তোলে। এ পত্রিকা পাঠকের জন্য নিবেদিত। পাঠক যা চায় তাই প্রকাশ করে পত্রিকাটি। তিনি আরও বলেন, আরও ভালো সংবাদ পেতে হলে সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তাদের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। নতুন নতুন প্রতিবেদন খাড়া করে সাংবাদিকরা সমাজের কল্যাণ করতে পারেন জানিয়ে তিনি বলেন, সত্য সংবাদকে সাহসের সাথে তুলে ধরতে হবে। সাতক্ষীরা জেলা এখন উন্নয়নের মহাসড়কে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, পাশাপাশি আমাদের সমস্যা ও সমাধানের পথের কথাও তুলে ধরতে হবে। ভয়ংকর করোনা পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের সাতক্ষীরা একথা জানিয়ে তিনি বলেন, সাহসের সাথে চিকিৎসা দিয়ে এবং জনগণকে সুরক্ষা দিয়ে করোনাকে পরাজিত করতে হবে আমাদের। সরকার সাধ্য অনুযায়ী আমাদের সব সহায়তা দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, কোভিডের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে আমাদের সবাইকে কাজ করতে হবে। জনগণকে স্বাস্থ্য সচেতন করে তুলতে সাংবাদিকদের আরও কাজ করতে হবে মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জেলার বর্তমান কোভিড পরিস্থিতিকে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো। মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সুভাষ চৌধুরী বলেন, গণমাধ্যম জগতে তারুন্যে উজ্জীবিত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দৈনিক কালের চিত্র এমন সাংবাদিক তৈরিতে কাজ করতে পারে। রংপুরের মোনাজাতউদ্দিন মফ:স্বল থেকে উঠে এসে অনুসন্ধানী প্রতিবেদন লিখে দেশ সেরা সাংবাদিক হয়ে উঠেছিলেন। অনলাইন এবং গন্ডিবদ্ধ সাংবাদিকতার ওপর নির্ভর না করে নিজস্ব শক্তিতে তথ্য সংগ্রহ করে এবং সংবাদের আরও গভীরে যেয়ে আরও ভাল ভাল সংবাদ তৈরি করা সম্ভব। বীরমুক্তিযোদ্ধা শহিদ সম আলাউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত ও প্রকাশিত সাতক্ষীরার দুটি পত্রিকা দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্রকে সত্যনিষ্ঠতার প্রতীক ধরে নিয়েছে সাতক্ষীরার পাঠক সমাজ। তারা এই দুটি পত্রিকার ওপর নির্ভর করেন জানিয়ে তিনি বলেন, তাদেরকে আরও কল্যাণমুখী রিপোর্ট পরিবেশনের দায়িত্ব নিতে হবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও ইটিভির মনিরুল ইসলাম মিনি বলেন, দৈনিক কালের চিত্র সত্য সংবাদ পরিবেশন করে পাঠক নন্দিত হয়ে উঠেছে। জনপ্রিয় এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, তাদেরকে আরও সাহসী হয়ে কাজ করে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা অনেকটাই গন্ডিবদ্ধ হয়ে পড়েছে। সমাজে আরও ভালো সাংবাদিক এগিয়ে আসছেন না মন্তব্য করে তিনি বলেন, বেশিরভাগ সাংবাদিক অনলাইনের ওপর ভর করে আছেন। অনেক চেষ্টা করেও অনুসন্ধানী প্রতিবেদন এবং সমসাময়িক বিভিন্ন প্রতিবেদন তৈরী করার জন্য আমরা দায়িত্ব দিলেও তা পালন করা হচ্ছে না। কোভিড সংক্রমনের কারনে এমনিতেই সংবাদপত্র জগত নানা বিপর্যয়ের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরায় এখন দৈনিক ৯টি পত্রিকা এবং ৩-৪টি সাপ্তাহিক পত্রিকা

