সমাজের আলো : দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। ফারুক সিরাজুল ইসলামের নাম উল্লেখসহ কয়েক জনের নামে এ মামলা দায়ের করেছেন রেজাউল ইসলাম।
সাংবাদিক রেজাউল ইসলাম জানান, তিনি সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ছাত্রলীগ নেতা ও তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি সাতক্ষীরা সদর ২ আসনে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে ঈগল প্রতিকের ভোট করেছেন। ভোটের পরেরদিন লাঙ্গল সমর্থক সিরাজুল ও ফারুকের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায়। ভাংচুর করা হয় ঘর বাড়ি। এ ঘটনায় তিনি মামলা করেছেন।
