ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা ও ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে৷ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়৷

গত ২৪ সেপ্টেম্বর শনিবার যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়৷

কলারোয়া থানা জামে মসজিদের ইমাম শিক্ষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি এমএ কাসেম, মোজাফফর হোসেন পলাশ, মোস্তফা হোসেন বাবলু, এসএম ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, এম আয়ুব হোসেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, মিল্টন কবির, গোলাম রসূল, তাজউদ্দীন আহমেদ রিপন, জিএম জিয়া, ফারুক হোসাইন রাজ প্রমূখ৷

দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে এর আগে দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী৷ তিনি গত ২০ সেপ্টেম্বর মৃত্যুবরন করেন৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *