সমাজের আলোঃ রাজশাহী-৪ (বাঘমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের দ্বিতীয় স্ত্রীর হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন লিজা আক্তার আয়েশা নামে এক নারী। এমপি সাহেবের রক্ষিতা নয়, নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন তিনি। এমনকি এমপি এনামুলের বিচার চাইতে এখন প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন লিজা।

সম্প্রতি রাজশাহী শহরের তেরোখাদিয়া এলাকার বাসিন্দা ওই নারী এমপি এনামুলের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর গত কয়েকদিনে এনামুলের সঙ্গে বিয়ে, সংসার নিয়ে বেশ কিছু পোস্ট দেন লিজা আক্তার আয়েশা।

সবশেষ সোমবার (১ জুন) দুপুরে ফেসবুকে এ নিয়ে আরও একটি পোস্ট দিয়েছেন ওই নারী। সেখানে তিনি লিখেছেন-

‘আপনারা সবাই ভাবছেন আমি থেমে গেসি আমি থেমে যাই নাই মাননীয় সংসদ সদস্যের ভক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হবে এমন বলছেন এবং মাননীয় সংসদ সদস্য গতকাল আমাকে বলেছেন আমি গন মাধ্যমে এসেছি তাই আমাকে আজ উনি ডিভোর্স দিবেন সব মিলিয়ে আমি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছি। তবে আমি থেমে নেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রীর কাছে যাবো এবং এর বিচার চাইবো ।।আপনারা সকলেই আমাকে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংসদ এনামুল হক। লিজাকে বিয়ের বিষয়টি স্বীকার করে তিনি বলেছেন, ‘এই মহিলাকে আমি ২০১৮ সালে বিয়ে করেছিলাম। গত মাসে ডিভোর্স করেছি। এখন কী বক্তব্য থাকতে পারে। এখন যেগুলো করছে, সেটা চাঁদাবাজির জন্য করছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *