সমাজের আলো : কলেজছাত্রীর সঙ্গে পুলিশ কনস্টেবলের তিন বছরের সম্পর্ক। গত শনিবার রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন দুজন। রাতভর বিষয়টি নিয়ে দেন-দরবার চলাকালে কৌশলে পালিয়ে যান প্রেমিক। পরে গতকাল রোববার বিকেল ৩টা থেকে আত্মহত্যার হুমকি দিয়ে দড়ি নিয়ে ওই পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন তার প্রেমিকা।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। রোববার থেকে বিয়ের দাবিতে পুলিশ কনস্টেবল রানার বাড়িতে অবস্থান করছেন ওই কলেজছাত্রী। রানা নরসিংদীর পলাশ থানায় কর্মরত।ভুক্তভোগী কলেজছাত্রী জানান, রানা বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। তার সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এই তরুণী।কলেজছাত্রীর বাবা জানান, তার মেয়েকে রানার বাড়িতে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

